নির্যাতন নিয়ে ক্ষুব্ধ কমিশন

জেলা সদরের কাছেই একটি গ্রামে এক গৃহবধূকে ডাইনি অপবাদে মারধর, নির্যাতনের অভিযোগ উঠেছিল। ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন ওই মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০৪:০৮
Share:

জেলা সদরের কাছেই একটি গ্রামে এক গৃহবধূকে ডাইনি অপবাদে মারধর, নির্যাতনের অভিযোগ উঠেছিল। ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন ওই মহিলা।

Advertisement

মঙ্গলবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা ওই ‘নির্যাতিতা’ মহিলাকে ঘরে ফেরালেন। তখনই কমিশনের ক়ড়া ভর্ৎসনার মুখে পড়লেন বৈকুণ্ঠপুর ২ পঞ্চায়েতের প্রধান জবা মালিক ও বর্ধমান ২-এর যুগ্ম বিডিও বিদ্যুৎবরণ বিশ্বাস।

প্রধানকে সুনন্দাদেবী বলেন, ‘‘নিজে মহিলা হয়ে আর এক মহিলার এমন হেনস্থা মেনে নিলেন?’’ জবাদেবী উত্তরে ‘‘পুলিশকে ব্যাপারটা জানিয়েছিলাম’’, বলতেই সুনন্দাদেবীর পাল্টা প্রশ্ন, ‘‘পুলিশকে জানালেই দায়িত্ব শেষ?’’

Advertisement

বিদ্যুৎবাবু দাবি করেন, ‘‘জনগণের জন্য আমি আইনগত ব্যবস্থা নিতে পারিনি।’’ সুনন্দাদেবী বলেন, ‘‘মানুষ ভুল করলে আপনিও ভুল পথে যাবেন! কোনও ব্যবস্থা নেবেন না?’’ পরে বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, ‘‘ওই যুগ্ম বিডিওকে শো-কজ করার জন্য মহকুমাশাসককে (সদর) নির্দেশ দেওয়া হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement