বন্দরের জমি দখলের নালিশ

বন্দর সূত্রের খবর, গঙ্গার দু’পারে কলকাতা ও হাওড়ায় তাদের বহু জমি বেআইনি ভাবে হাত বদল হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ০৩:৩১
Share:

ছবি: সংগৃহীত।

ফেয়ারলি প্লেসের মোড়ে কলকাতা বন্দরের গুদাম দখল করে গত চার বছর ধরে ব্যবসা চালানোর অভিযোগ উঠল একটি সংস্থার বিরুদ্ধে। বন্দর সূত্রে বলা হচ্ছে, কানপুরের একটি সংস্থাকে গুদামটি ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু তারা অনেক আগেই গুদামটি ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আর তার পরেই জবরদখল হয়ে যায় সেটি। এ নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছে কলকাতা বন্দর।

Advertisement

বন্দর সূত্রের খবর, গঙ্গার দু’পারে কলকাতা ও হাওড়ায় তাদের বহু জমি বেআইনি ভাবে হাত বদল হয়ে গিয়েছে। দখল হওয়া জমি উদ্ধারে নেমে এই গুদামটির সন্ধান মেলে। কানপুরের সংস্থাটি জানায় যে, ওই গুদামের সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই। অভিযুক্ত সংস্থাটির কর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘‘সরকারি জমি দখল করলে এ বার কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ এর আগে বেস ব্রিজ এলাকায় এমনই জমি দখল করে রেখেছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। সেই জমি উদ্ধারে গিয়ে বন্দর কর্তারা নিগৃহীত হন বলেও অভিযোগ। শেষ পর্যন্ত অবশ্য সেই জমি বন্দর কর্তৃপক্ষের হাতে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement