পুলিশের বিরুদ্ধে ধর্ষণের নালিশ

নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই অফিসারকে শুক্রবারই বাগদা থানা থেকে গাইঘাটায় বদলি করা হয়েছে। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘আদালতের নির্দেশ হাতে পাওয়ার পরেই আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ০৩:৫৯
Share:

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন এক মহিলা। ‘তদন্তের স্বার্থে’ তাঁকে কোয়ার্টারে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে গৌতম বসু নামে বাগদার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। তিনি মহিলার আপত্তিকর ছবিও তুলে রেখেছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই মহিলা বনগাঁ আদালতের বিচারকের কাছে অভিযোগ জানান। তাঁর আইনজীবী রথীন্দ্রনাথ সেন বলেন, ‘‘ওই এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।’’

Advertisement

সূত্রের খবর, নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই অফিসারকে শুক্রবারই বাগদা থানা থেকে গাইঘাটায় বদলি করা হয়েছে। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘আদালতের নির্দেশ হাতে পাওয়ার পরেই আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।’’ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেন গৌতম। বাগদার বাসিন্দা ওই মহিলা আদালতে দায়ের করা অভিযোগে জানান, ৩ জানুয়ারি তিনি স্বামী-সহ শ্বশুরবাড়ির কয়েক জনের বিরুদ্ধে বনগাঁ আদালতে নির্যাতনের অভিযোগ করেন। আদালতের নির্দেশে বাগদা থানায় মামলা রুজু হয়। সেই মামলার তদন্তভার পড়ে এসআই গৌতমবাবুর হাতে। অভিযোগ, ১৭ এপ্রিল গৌতমবাবু মহিলাকে ফোন করে ডেকে থানার পাশেই পুলিশ কোয়ার্টারে নিয়ে যান। সেখানেই ধর্ষণ করেন। হুমকি দিয়ে বলেন, ঘটনা জানাজানি হলে মহিলাকে ফাটকে পোরার ব্যবস্থা করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement