Salary restructure

বেতন বৈষম্য ঘোচাতে চিঠি

ওয়েবেল মারফত নিযুক্ত ৫৪২ জন মাসিক বেতন ১০০৪২ টাকা। প্রভিডেন্ট ফান্ড এবং পেশা কর কাটার পর তাঁরা হাতে পান ৮৬৪৪ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০৩:৫২
Share:

ফাইল চিত্র।

তাঁদের বেতন বৈষম্য দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পূর্ত দফতরের চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটররা। তাঁদের বক্তব্য, পূর্ত দফতরে যে ১২৬ জন কম্পিউটার অপারেটরকে সরাসরি রাজ্য সরকার চুক্তিতে নিয়োগ করেছে, তাঁদের চেয়ে ওয়েবেল মারফত নিযুক্ত ৫৪২ জন চুক্তিভিত্তিক কম্পিউার অপারেটরদের মাসিক বেতন ও অন্য সুযোগ অনেক কম। যেমন— রাজ্য সরকার নিযুক্ত ১২৬ জনের মাসিক বেতন ১৫৫০০ টাকা। তাঁদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা রয়েছে। অবসরের সময় তাঁরা এককালীন ৩ লক্ষ টাকা পান। স্বাস্থ্যসাথী প্রকল্পেরও আওতাভুক্ত। কিন্তু ওয়েবেল মারফত নিযুক্ত ৫৪২ জন মাসিক বেতন ১০০৪২ টাকা। প্রভিডেন্ট ফান্ড এবং পেশা কর কাটার পর তাঁরা হাতে পান ৮৬৪৪ টাকা। অন্যান্য সুবিধাগুলিও তাঁদের নেই। এই বৈষম্যের অবসান চেয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ওয়েবেল মারফত নিযুক্ত কম্পিউটার অপারেটররা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন