বাবার মৃত্যুর বছর দুয়েক পরে পুজোর ছুটিতে এক ভ্রমণসংস্থার সঙ্গে উত্তর ভারত ঘোরার পরিকল্পনা করলেন মা। ঠাকুমাকেও নিয়ে যাওয়ার কথা হচ্ছিল। প্রবল আপত্তি জানাই আমি। ফিরে আসার পর ঠাকুমা জানতে চেয়েছিলেন, ‘পাহাড় কত উঁচু? চৌকাঠের তালগাছের চেয়েও বেশি?’ ছোটবেলার ছোট মনের জন্য আফশোস হয়।
মানালি দে, উত্তরপাড়া