কংগ্রেস ডুবেছে রাহুলের নেতৃত্বে, কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের

মোদী-মমতার সখ্য নিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর কটাক্ষের জবাব উড়িয়ে দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ তিস্তা চুক্তি নিয়ে ইউপিএ সরকার তাড়াহুড়ো করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ১৬:৫৯
Share:

মোদী-মমতার সখ্য নিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর কটাক্ষের জবাব উড়িয়ে দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ তিস্তা চুক্তি নিয়ে ইউপিএ সরকার তাড়াহুড়ো করেছিল। কিছু ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মত নেওয়ার প্রয়োজন মনে করেনি আগের সরকার। নরেন্দ্র মোদীর এই বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি সাক্ষরিত হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণেই ওপার বাংলাতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” সেই সঙ্গে, মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, রাহুলের এমন কটাক্ষের জবাবে পার্থবাবু বলেন, “কে বলছেন? রাহুল গাঁধী। যার নেতৃত্বেই গত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের ভরাডুবি হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement