Congress

কংগ্রেসের বিক্ষোভ রাজভবনে, গ্রেফতার

মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার ‘ডরো মাত’ কর্মসূচি নেওয়া হয়েছিল। মিছিল করে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০৭:৫৭
Share:

রাজভবন চত্বরে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বন্ধু’ আদানি গোষ্ঠীর কাজকর্ম নিয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবিতে এবং রাহুল গান্ধীর সমর্থনে কলকাতাতেও পথে নামল কংগ্রেস। তাদের দাবি, রাহুল সত্যি কথা বলছেন বলেই তাঁকে মানহানির দায়ে জেলে পাঠিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার ‘ডরো মাত’ কর্মসূচি নেওয়া হয়েছিল। মিছিল করে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। বিক্ষোভে ছিলেন সুমন পাল, মহম্মদ মোক্তার, রানা রায়চৌধুরী, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌরভ প্রসাদ, শাহিনা জ‌াভেদেরা। বিক্ষোভ থামাতে ৫৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন