Congress

নির্বাচন কমিশনে বিক্ষোভ কংগ্রেসের

গণতন্ত্র বাঁচাও’ ডাক দিয়ে সোমবার কমিশনের দফতর চত্বরে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:৩৮
Share:

রাজ্য নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পুরভোটের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। ‘গণতন্ত্র বাঁচাও’ ডাক দিয়ে সোমবার কমিশনের দফতর চত্বরে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, সচিত্র ভোটার পরিচয়পত্র দিয়েই গত বছর বিধানসভা ভোট হয়েছে। তা হলে পুরভোটে কেন ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে না? রাজ্য পুলিশ বা সিভিক পুলিশ দিয়ে কোনও ভাবেই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে অভিযোগ করে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানোর দাবিও তোলেন তাঁরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, সৌকত আলি, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায়, হরিনারায়ণ বিশ্বাসেরা।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement