Congress

শহরে জোড়া বিক্ষোভে কংগ্রেস, ছাত্র পরিষদ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৪:৩৯
Share:

ইন্ডিয়াল অয়েলের দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে জোড়া প্রতিবাদে পথে নামল কংগ্রেস। তার মধ্যে ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে ধর্মতলা অবরুদ্ধও হল বেশ কিছু ক্ষণ।

Advertisement

বিজেপি সরকারের আমলে রান্নার গ্যাস, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েল সংস্থার দফতরের সামনে শুক্রবার বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ওই কর্মসূচি ছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে। একই বিষয়ে ইলিয়ট রোড থেকে এ দিন বিক্ষোভ মিছিল করে সিপিএমের গণতান্ত্রিক মহিলা সমিতি। পাশাপাশি, এসএসসি এবং উচ্চ প্রাথমিকের চাকরি-প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে এবং আন্দোলনরত হবু শিক্ষকদের উপরে রাতের অন্ধকারে ‘পুলিশি আক্রমণে’র প্রতিবাদে বিধান ভবন থেকে মৌলালি হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ছাত্র পরিষদ। রিসার্চ স্কলারদের বকেয়া ফেলোশিপ দেওয়া ও নিয়মিত স্কলারশিপের দাবিও তুলেছে তারা। ডরিনা ক্রসিংয়ে পুলিশ মিছিল আটকালে ছাত্র পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের, আহত হন সংগঠনের দু-তিন জন। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে ওখানেই অবস্থানে বসে পড়েন কর্মী-সমর্থকেরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। কৃষি আইন প্রত্যাহার ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, শনিবার দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের কাছে কংগ্রেস কর্মীদের মানববন্ধন হবে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন