Congress

Congress: জোড়া উদযাপনে কংগ্রেসের কমিটি

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুক্রবার যে কমিটি ঘোষণা করেছেন, তাতে চেয়ারম্যান ও আহ্বায়ক ছাড়াও ১৫ জনকে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৫:২৯
Share:

প্রতীকী ছবি।

দেশের স্বাধীনতার ৭৫ বছর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কমিটি গড়ল প্রদেশ কংগ্রেস। জোড়া উদযাপনের জন্য ওই কমিটিরে চেয়ারম্যান করা হয়েছে সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে। আহ্বায়ক নেপাল মাহাতো। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুক্রবার যে কমিটি ঘোষণা করেছেন, তাতে চেয়ারম্যান ও আহ্বায়ক ছাড়াও ১৫ জনকে রাখা হয়েছে। কমিটিতে আছেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং আরও পাঁচ প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, শঙ্কর মালাকার, মুস্তাক আলম, ফিরোজা বেগম ও মিলটন রশিদ। প্রদেশ কংগ্রেসের মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, অশোক ভট্টাচার্য প্রমুখও আছেন কমিটিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement