নোট বাতিলের প্রতিবাদে রামপুরহাটে সভা কংগ্রেসের

দিদি-মোদী নাটক: অধীর

নোট বাতিলের প্রতিবাদ সভায় কেন্দ্র-রাজ্য, দুই সরকারকেই বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার দুপুর রামপুরহাট পুরসভার মাঠে ওই সভা ছিল। সেখানে অধীর বলেন, ‘‘নরেন্দ্র মোদী আমার আপনার মতামত নিয়ে নোট বাতিল করেননি। ক্ষমতা থাকলে সবার মতামত নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিতেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০১:৩২
Share:

বৃহস্পতিবার রামপুরহাটে তোলা নিজস্ব চিত্র।

নোট বাতিলের প্রতিবাদ সভায় কেন্দ্র-রাজ্য, দুই সরকারকেই বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার দুপুর রামপুরহাট পুরসভার মাঠে ওই সভা ছিল। সেখানে অধীর বলেন, ‘‘নরেন্দ্র মোদী আমার আপনার মতামত নিয়ে নোট বাতিল করেননি। ক্ষমতা থাকলে সবার মতামত নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিতেন।’’

Advertisement

এখানেই থামননি অধীর। তাঁর অভিযোগ, ‘‘উনি (‌মোদী) জাল নোট উদ্ধার করার কথা বলছেন। অথচ নোট বাতিলের পরেও দেখা যাচ্ছে বাজারে এখনও জাল নোট রয়েছে। এটা কি তা হলে বোকার কাজ নয়?’’ এ ক্ষেত্রে রাজ্যের শাসকদল তৃণমূলের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতাকে তিনি ‘নাটক’ বলেও কটাক্ষ করেন। অধীরের কথায়, ‘‘বিজেপি-র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক চলছে। দিদির এখন মোদীকে ভাল লাগছে না। তাই মোদীর পরিবর্তে লালকৃষ্ণ আদবানি, রাজনাথ সিংহকে উনি (মমতা) প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তা হলে দিদি-বিজেপি সংঘাত কোথায়?’’ এ দিনের সভায় রোজ ভ্যালি কাণ্ড নিয়েও শাসকদলকে তোপ দাগেন অধীর। তাঁর প্রতিক্রিয়া, ‘‘রোজ ভ্যালি কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী এত ভয় পাচ্ছেন কেন? তিনি তো নিজেই চিটফান্ড নিয়ে তদন্ত করতে পারতেন। উল্টে প্রতারকদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মমতা।’’

নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা ওই সভায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় দেখে আপ্লুত হন অধীর। জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘‘কোনও ভোট নেই, অথচ নোট বাতিলের প্রতিবাদে এই উপস্থিতি দেখে দলীয় কর্মীরা লড়াই করার হিম্মত পাবে।’’ কংগ্রেস নেতৃত্বের দাবি, এ দিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার চারেক দলীয় কর্মী-সমর্থক এসেছিলেন। অধীর, জিম্মি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাঁসন কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ, জেলা কিসান কংগ্রেসের সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। প্রত্যেকেই নোট বাতিলের বিরোধিতায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং তৃণমূল সরকাররের সমালোচনা করেন। ওই সভাতেই সাঁইথিয়ার হরিসড়া পঞ্চায়েতের শতাধিক কৃষকসভার কর্মী-সমর্থক কংগ্রেসের সংগঠনে যোগ দেন বলে নেতৃত্বের দাবি।

Advertisement

অন্য দিকে, এ দিনের বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বিরোধী বিধায়কদের ডাক না পাওয়ার সমালোচনা করেন মিল্টন। তাঁর প্রতিক্রিয়া, ‘‘এটা শাসকদলের রুচিহীনতার পরিচয়। সাধারণ মানুষ সব দেখছেন, বুঝছেন। তাঁরাই ওঁদের এর উচিত জবাব দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন