Protest Against Amit Malviya

মালবীয়ের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

কংগ্রেসের অভিযোগ, রাহুল কেন্দ্রের কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলার জন্যই উত্তর না-দিয়ে কুৎসা করছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:৪৫
Share:

আমহার্স্ট স্ট্রিট থানায় অমিত মালবীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের কংগ্রেস নেতাদের।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্যের আরও বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করে ‘কুৎসার রাজনীতি’ নিয়ে সরব হল কংগ্রেস। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মুখের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি পোস্টার দিয়ে তাঁকে নিশানা করেছিলেন মালবীয়। কংগ্রেসের অভিযোগ, রাহুল কেন্দ্রের কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলার জন্যই উত্তর না-দিয়ে কুৎসা করছে বিজেপি। এর প্রেক্ষিতেই রাজ্য জুড়ে সব থানায় মালবীয়ের নামে অভিযোগ দায়েরের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, ছিলেন অন্য নেতারাও। পাশাপাশি, পহেলগামে জঙ্গি-হামলার কাণ্ডে জড়িতদের এখনও কেন খোঁজ পাওয়া গেল না, ঘটনার দিন সেখানে কেন নিরাপত্তা বাহিনী ছিল না, এমন প্রশ্নকে সামনে রেখে এ দিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। সংগঠনের জেলা সভাপতি প্রদীপ প্রসাদের বক্তব্য, “জম্মু ও কাশ্মীরে সুরক্ষার গাফিলতি হয়েছে। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া যায়নি। দেশের সুরক্ষা কী ভাবে দেবে মোদী সরকার?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন