Anis Khan Death Mystery

Anis Khan Death: আনিস-কাণ্ডে পথে কংগ্রেস, জেলমুক্তির দাবি বামেদের

অন্য দিকে, কংগ্রেসের বৈঠকে না থাকলেও এআইসিসি পর্যবেক্ষক চেল্লাকুমারের সঙ্গে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও দলের হাল সম্পর্কে মতামত জানিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। চেল্লাকুমার তাঁকে জানিয়েছেন, সনিয়া গান্ধীকে পঠানো মান্নানের চিঠির বিষয়ে তাঁকে অবহিত করেছে দিল্লি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ০৬:৫৮
Share:

আনিস - কাণ্ডে কংগ্রেসের প্রতিবাদ মিছিল।

ছাত্র-নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় ‘সুবিচার’ চেয়ে পথে নামল কংগ্রেস। কলকাতায় প্রতিবাদ মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, এআইসিসি-র পর্যবেক্ষক এ চেল্লাকুমার, বি পি সিংহেরা। তারই পাশাপাশি, আনিস-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ১৬ জনের জেল থেকে মুক্তির দাবিতে সই সংগ্রহ অভিযান শুরু করল বামেরা। ছেলের মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে জেলবন্দি আন্দোলনকারীদের মুক্তি চেয়ে আবেদনে প্রথম সই করেছেন আনিসের বাবা সালেমন খান ও তাঁর পরিবারের অন্যেরা।

Advertisement

প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবন থেকে রবিবার ‘রাষ্ট্রীয় যড়যন্ত্রে’ আনিসের মৃত্যুর প্রতিবাদে অধীরবাবুর নেতৃত্বে মিছিল হয় পার্ক সার্কাস পর্যন্ত। মিছিল শেষে পার্ক সার্কাসে ৭ মাথার মোড়ে ম্যাটাডোর-মঞ্চে ছোট সভা করেন কংগ্রেস নেতারা। সেখানে প্রদেশ সভাপতি ফের দাবি করেন, বিচার বিভাগের নজরদারিতে সিবিআই তদন্ত চান তাঁরা। আনিসের পরিবারকে নিয়ে তাঁরা জাতীয় মানবাধিকার কমিশনে যাবেন। পরিবার চাইলে তাঁদের নিয়ে রাষ্ট্রপতির কাছেও দরবার করবেন। অধীরবাবু এ দিন ফের বলেছেন, ‘‘আনিস ছিল প্রতিবাদী। আনিসের এমন অন্যায়, নৃশংস মৃত্যুর পরে তাঁর বাবা যে ভাবে প্রতিবাদ করে চলেছেন, আমরা তাকে কুর্নিশ জানাই।’’ মিছিলে কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতোই। জেলায় জেলায় এ দিন কংগ্রেস পথে নেমেছিল আনিস-কাণ্ডের প্রতিবাদ জানাতে। বর্ধমানে তুহিনা খাতুনের আত্মহত্যার যে ঘটনায় শাসক দলের দিকে আঙুল উঠেছে, সেই ঘটনারও বিচার দাবি করেছে কংগ্রেস।

হাওড়ার আমতায় এ দিনই আনিসে বাড়িতে গিয়েছিলেন সিপিএমের যুব ও ছাত্র নেতারা। মীনাক্ষীদের মুক্তির দাবিতে আবেদনে সই করেন আনিসের বাড়ির লোকজন। আন্দোলন থেকে গ্রেফতার হয়ে যে ১৬ জন আপাতত জেলে আছেন, তাঁদের বাড়িতেও যাচ্ছেন বাম যুব-ছাত্র নেতারা। সই সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছে ১০ মার্চ পর্যন্ত। মাধ্যমিক শুরু হয়ে যাওয়ায় এখন বড় কর্মসূচি নেওয়া যাবে না। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, আনিস-কাণ্ডে বিচারের দাবিতে বিধি মেনেই ছোট ছোট বহ পথসভা চলবে সর্বত্র। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) চেয়ারম্যান ও বিধায়ক নওসাদউদ্দিন সিদ্দিকীও অভিযোগ করেছেন, তদন্তের গতি শ্লথ হয়ে গিয়েছে। বিধানসভার অধিবেশনে সুযোগ পেলেই তিনি বিষয়টি তুলতে চান। শাসক-বিরোধী আন্দোলনে পুলিশকে দিয়ে ‘মিথ্যা মামলা’ দেওয়ার প্রতিবাদ এবং মীনাক্ষী-সহ আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ডিওয়াইও-র রাজ্য সম্পাদক মলয় পাল।

Advertisement

অন্য দিকে, কংগ্রেসের বৈঠকে না থাকলেও এআইসিসি পর্যবেক্ষক চেল্লাকুমারের সঙ্গে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও দলের হাল সম্পর্কে মতামত জানিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। চেল্লাকুমার তাঁকে জানিয়েছেন, সনিয়া গান্ধীকে পঠানো মান্নানের চিঠির বিষয়ে তাঁকে অবহিত করেছে দিল্লি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন