স্বামী বিবেকানন্দের বাড়িতে শ্রদ্ধা জানিয়ে ‘সেনা সম্মান’ পদযাত্রা কংগ্রেসের। —নিজস্ব চিত্র।
পহেলগামে হামলাকারী জঙ্গিরা কোথায়, সেই প্রশ্নে কেন্দ্রের বিরুদ্ধে আবার সরব হল কংগ্রেস। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে মঙ্গলবার উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ি থেকে কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন কণাদ ভট্টাচার্যের স্মৃতিবিজড়িত টালা পর্যন্ত প্রদেশ কংগ্রেসের ডাকে ‘সেনা সম্মান যাত্রা’ হয়েছে। দেশ জুড়ে এআইসিসি ‘জয় হিন্দ সাবাশ’ বলে যে কর্মসূচি নিয়েছে, তারই অঙ্গ হিসেবে শহরে এই পদযাত্রা করেছে কংগ্রেস। যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, দুই সহ-পর্যবেক্ষক অম্বা প্রসাদ, আসফ আলি খান, প্রাক্তন দুই সাংসদ প্রদীপ ভট্টাচার্য, অভিজিৎ মুখোপাধ্যায়, দলের নেতা অমিতাভ চক্রবর্তী, মায়া ঘোষ, সন্তোষ পাঠক প্রমুখ। মীরের প্রশ্ন, “পহেলগামের ঘটনার পরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই হিসাব বুঝে নেওয়ার কথা বলে সরকারের পাশে ছিলেন। কিন্তু পহেলগামের ঘটনা যারা ঘটিয়েছিল, তারা কোথায়? এটা দেশের সরকারে ব্যর্থতা নয়?” এই প্রশ্ন তুলে আগেই সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
‘সেনা সম্মান’ পদযাত্রা কংগ্রেসের। —নিজস্ব চিত্র।
প্রদেশ সভাপতির অভিযোগ, “বিজেপি সরকার সেনার সাফল্য নিজেদের বলে প্রচার করতে চার দিকে প্রধানমন্ত্রীর ছবি দিচ্ছে। এটা নিন্দনীয়।” কংগ্রেসের তরফে পাঁচ প্রাক্তন সেনা আধিকারিককেও এ দিন সংবর্ধনা জানানো হয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে