Adhir meets Modi

ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার আর্জি নিয়ে মোদী সাক্ষাৎ অধীর চৌধুরীর

সম্প্রতি অধীর চৌধুরির জেলা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলাভাষী জুয়েল শেখকে ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৮
Share:

(বাঁ দিকে) অধীর চৌধুরী এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে অভিযোগ জানাতে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

Advertisement

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থা এমনকি পিটিয়ে খুন করার ঘটনা উল্লেখ করে কংগ্রেস নেতা জানান, ভারতের নাগরিকদের দেশের যে কোনও রাজ্য কাজ করার অধিকার আছে। সে ক্ষেত্রে শুধুমাত্র বাংলাভাষী বলে তাঁদের বংলাদেশি সন্দেহ করে যে ভাবে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা।

সম্প্রতি অধীর চৌধুরির জেলা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলাভাষী জুয়েল শেখকে ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনার নজরে এনে প্রধানমন্ত্রীর কাছে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপিশাসিত রাজ্যগুলিতে নিরাপত্তার আবেদন জানান কংগ্রেস নেতা।

Advertisement

প্রধানমন্ত্রীকে পাঠানো অধীরের চিঠি।

তিনি আরও জানান যে পুলিশ-সহ প্রশাসনিক কর্মকর্তারা ‘বাংলাভাষী’ এবং ‘বাংলাদেশির’ মধ্যেও পার্থক্য না করেই যে ভাবে কোনও কারণ ছাড়া তাঁদের জেল এবং ডিটেনশন কেন্দ্র পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়েও প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement