Congress Leaders

‘ন্যায় যাত্রা’র জেরে পদোন্নতি যুব কংগ্রেসে

চিঠিতে বলা হয়েছে, বাংলা দিয়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যাওয়ার সময়ে ভাল কাজের জন্যই এই পদোন্নতি। কুণাল এর আগে সংগঠনের রাজ্য সম্পাদক ও রফিকুল বাঁকুড়া জেলার সহ-সভাপতি ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৮
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

ভাল কাজের জন্য প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য নেতৃত্বে জায়গা পেলেন তিন নেতা। যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা নাদিম পটেলের সই করা চিঠিতে জানানো হয়েছে, কুণালকান্তি চৌধুরীকে রাজ্য সাধারণ সম্পাদক এবং রফিকুল আলম খানকে রাজ্য যুগ্ম সম্পাদক করা হয়েছে। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক পদে ফের নিয়ে আসা হয়েছে অর্ঘ্য গণকেও। চিঠিতে বলা হয়েছে, বাংলা দিয়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যাওয়ার সময়ে ভাল কাজের জন্যই এই পদোন্নতি। কুণাল এর আগে সংগঠনের রাজ্য সম্পাদক ও রফিকুল বাঁকুড়া জেলার সহ-সভাপতি ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন