রাজ্যের সিইও দফতর। —ফাইল চিত্র।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) সংক্রান্ত শুনানিতে একাধিক প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্র-সহ রাজ্যের বিভিন্ন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসে (ইআরও) অনুষ্ঠিত শুনানিতে ভোটারদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়েছে ওই অভিযোগপত্রে।
কংগ্রেসের দাবি, বর্তমানে বহু ক্ষেত্রে শুনানি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের যে নথি দেওয়া হচ্ছে, তা অসম্পূর্ণ। নথিতে শুনানির তারিখ ও সময়ের উল্লেখ না থাকায় শুনানির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে কোনও ডিজিটাল বা ম্যানুয়াল স্বীকৃতি না দেওয়াও নিয়মবিরুদ্ধ বলে অভিযোগ। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, শুনানির নোটিস যথাসময়ে ভোটারদের কাছে পৌঁছোচ্ছে না। নিয়ম অনুযায়ী ৫–৭ দিন আগে নোটিস দেওয়ার কথা থাকলেও, অনেক ক্ষেত্রে মাত্র ২৪–৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়া হচ্ছে। এর ফলে প্রবীণ নাগরিক, অন্তঃসত্ত্বা মহিলা ও কর্মরত ব্যক্তিদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।
এ ছাড়াও, স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে শুনানির সময়সূচি আগাম ও স্বচ্ছ ভাবে ভাগ করে নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। এতে নির্বাচনী প্রক্রিয়ার উপর নজরদারি ব্যাহত হচ্ছে বলে দাবি কংগ্রেসের। দলটির পক্ষ থেকে বিশেষ ভাবে প্রবীণ, অসুস্থ ও শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের জন্য মানবিক বিবেচনার দাবি জানানো হয়েছে। প্রয়োজনে মোবাইল ইউনিট গড়ে ও বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি প্রশান্ত দত্ত এবং সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়।