আশাহত শম্পাও বিজেপির পথে

শম্পার বক্তব্য, ‘‘মুকুল রায় তৃণমূলে থাকাকালীন আমাদের কথা শোনা হত। এখন কেউ কথা শোনেনই না। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীকে আমার অসুবিধার কথা বলেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০০:৫৮
Share:

প্রতীকী ছবি।

বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা কি বিজেপিতে যাচ্ছেন? ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে জিতে শম্পা তৃণমূলে যোগ দিলেও কাগজে-কলমে এখনও কংগ্রেসের বিধায়ক। সোমবার বিধানসভার অলিন্দে সোফায় বসে তিনি নিজেই বললেন, ‘‘লোকসভা ভোটে বাঁকুড়া থেকে আমায় প্রার্থী করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার আশ্বাস দিয়েছিলেন। বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন করার প্রতিশ্রুতি দিয়েও করা হয়নি। বারবার বঞ্চিত হয়ে আমি অপমানিত।’’

Advertisement

শম্পার বক্তব্য, ‘‘মুকুল রায় তৃণমূলে থাকাকালীন আমাদের কথা শোনা হত। এখন কেউ কথা শোনেনই না। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীকে আমার অসুবিধার কথা বলেছি।’’ এখন তাঁর বিজেপিতে যাওয়া যে সময়ের অপেক্ষা, তা বুঝিয়ে শম্পা বলেন, ‘‘এত অপমান সহ্য করে তৃণমূলে আর থাকব না।’’

যদিও বাঁকুড়ার প্রতিবেদককে এ দিনই ফোনে তিনি বলেছেন, ‘‘এ সব রটনা। আমি কোথাও যাচ্ছি না।’’

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন