Protest

শ্রমিক-স্বার্থে পথে মান্নানেরা

চটকল শ্রমিকদের স্বার্থে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একদা হুগলিতে এসেছিলেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে মান্নানের অভিযোগ, “কংগ্রেসের শ্রমিক-বান্ধব নীতিকে শেষ করে বিজেপি সরকার শ্রমিকের সর্বনাশ করছে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৫
Share:

টিটাগড়ে যুব কংগ্রেসের শ্রমিক-মিছিল। — নিজস্ব চিত্র।

কেন্দ্রের শ্রম-বিধি, রাজ্যের শ্রম-নীতির বিরুদ্ধে এবং শ্রমিক-স্বার্থে পথে নামল যুব কংগ্রেস। দলের প্রতিষ্ঠা দিবসে উত্তর ২৪ পরগনা (শহর) জেলা যুব কংগ্রেসের ডাকে টিটাগড় থানার সামনে থেকে ছোট গান্ধী মোড় পর্যন্ত ‘শ্রমিক বাঁচাও’ ডাক দিয়ে রবিবার ওই মিছিলে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, দলের নেতা অমিতাভ চক্রবর্তী, সন্তোষ সিংহ, ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় প্রমুখ। চটকল শ্রমিকদের স্বার্থে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একদা হুগলিতে এসেছিলেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে মান্নানের অভিযোগ, “কংগ্রেসের শ্রমিক-বান্ধব নীতিকে শেষ করে বিজেপি সরকার শ্রমিকের সর্বনাশ করছে।” এর পাশাপাশি অমিতাভের দাবি, “যে সব চটকল মালিক শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড চুরি করে পালিয়েছেন, তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকারের শ্রম দফতরকে দ্রুত এফআইআর করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন