India National Congress

স্কুলে চাই সংবিধান পাঠ, দাবি কংগ্রেসের

সংবিধানের মূল ধারার সূত্রেই বহুত্ববাদ এবং বৈচিত্রের মধ্যে ঐক্য ধরে রাখার পক্ষে সওয়াল করেছেন কংগ্রেস নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৯:২২
Share:

প্রদেশ কংগ্রেসের প্রজাতন্ত্র দিবস উদযাপন। বিধান ভবনে। ফাইল চিত্র।

বিদ্যালয়ের পাঠ্যসূচিতে সংবিধানকে অন্তর্ভুক্ত করার দাবি ফের তুলল কংগ্রেস। দলের সদর দফতর বিধান ভবনে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে মোহনদাস কর্মচন্দ গান্ধী, বি আর অম্বেডকর-সহ মনীষীদের শ্রদ্ধা জানানো হয়েছে। তার পরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সভায় সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ‘‘রাজ্যে দলের সভাপতি হওয়ার পর থেকে একাধিক বার কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দিয়েছি। আবার আমরা দাবি করছি, পঞ্চম শ্রেণি থেকে সংবিধান পড়ানো আবশ্যিক করা হোক। ভূগোল-ইতিহাস জানতে হবে, বিজ্ঞান পড়তে হবে, ভাষা জানতে হবে। তেমনই নিজের অধিকার, কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচতেন হতে হবে, সেটার জন্য সংবিধান পড়তে হবে।’’ সংবিধানের মূল ধারার সূত্রেই বহুত্ববাদ এবং বৈচিত্রের মধ্যে ঐক্য ধরে রাখার পক্ষে সওয়াল করেছেন কংগ্রেস নেতৃত্ব। শুভঙ্করের বক্তব্য, ‘‘আমরা এখানে এই দফতরে কোনও পুজো করি না, ধর্মীয় আচার-অনুষ্ঠান করি না। কিন্তু কারও ধর্ম পালনে বাধা দিই না। এটাই প্রজাতন্ত্র। জাতীয় কংগ্রেসের ভাবধারা বহুত্ববাদের, এই কারণে এত দিন ধরে দলটা ধারাবাহিক ভাবে চলেছে। কংগ্রেসের গ্রহণযোগ্যতা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে তুলনা করা যায় না।’’ বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মোকাবিলায় জোটের বার্তা দিয়ে রাজ্য সিপিএম নেতৃত্ব প্রশ্ন তুলছেন, কংগ্রেস কেন সিদ্ধান্ত জানাতে পারছে না? ‘বহুত্ববাদে’র কথা বলে দলের মধ্যে নানা মতের দিকেও প্রদেশ সভাপতি ইঙ্গিত করছেন বলে রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা। বিভিন্ন জেলাতেই এ দিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কংগ্রেসের নানা কর্মসূচি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন