Hathras Gangrape

ধর্ষণ-কাণ্ডে ধর্নায় কংগ্রেস, মিছিল আজ

হাথরস-কাণ্ডের প্রতিবাদে সব রাজ্যেই এ দিন ধর্না-সত্যাগ্রহের কর্মসূচির ডাক দিয়েছিল এআইসিসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৩:৪৩
Share:

হাথরস-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ধর্না। বিধান ভবনের সামনে।—নিজস্ব চিত্র।

উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যার গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কলকাতায় ধর্না-সত্যাগ্রহে বসল কংগ্রেস। বিধান ভবনের সামনে সোমবার ওই ধর্না কর্মসূচি থেকে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথদের প্রবল সমালোচনার পাশাপাশি এ রাজ্যের পরিস্থিতি নিয়েও সরব হলেন কংগ্রেস নেতারা। উত্তরপ্রদেশের সঙ্গে সঙ্গে এ রাজ্যে ঘটে চলা নানা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবারই ধর্মতলা থেকে লেডি ব্র্যাবোর্ন কলেজ পর্যন্ত যৌথ মিছিল করবে বাম ও কংগ্রেস।

Advertisement

হাথরস-কাণ্ডের প্রতিবাদে সব রাজ্যেই এ দিন ধর্না-সত্যাগ্রহের কর্মসূচির ডাক দিয়েছিল এআইসিসি। বিধান ভবনের ধর্নায় ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিরোধী দলের সচেতক মনোজ চক্রবর্তী, শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, দেবপ্রসাদ রায় প্রমুখ। ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান-সহ গণসংগঠনের নেতারাও। হাথরসে নির্যাতিতার বাড়িতে রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা বঢরার সঙ্গেই গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মান্নান এ দিন বলেন, ‘‘অধীরবাবুর কাছে ঘটনার পূর্ণ বিবরণ শুনেছি। নৃশংস অত্যাচারের পরে ন্যক্কারজনক ভাবে পরিবারকে না জানিয়ে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য অপরাধ যারা করেছে এবং যে বিজেপি অপরাধীদের আড়াল করছে, তাদের আমরা ঘৃণা করি!’’ বাংলাতেও মধ্যমগ্রাম, ডেবরা বা ঘাটালে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন মান্নান, প্রদীপবাবুরা। সেই সঙ্গেই তাঁরা ডাক দিয়েছেন নারী নির্যাতন রুখতে শুভবুদ্ধিসম্পন্ন সকলের এগিয়ে আসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন