CV Ananda Bose

তদন্ত চেয়ে বোসের দরবারে ছাত্র পরিষদ

গণধর্ষণ-কাণ্ডকে সামনে রেখে ছাত্র পরিষদের অভিযোগ, ‘এই ঘটনা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপের বহিঃপ্রকাশ।’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ০৯:১৭
Share:

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরে ছাত্র পরিষদের প্রতিনিধি। —নিজস্ব চিত্র।

নিয়োগ-দুর্নীতি কাণ্ডে ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি হারানো এবং দক্ষিণ কলকাতার আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে এ বার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে স্বতঃপ্রণোদিত তদন্ত করার আর্জি জানাল ছাত্র পরিষদ। এই দাবিতে শুক্রবার কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে দেবজ্যোতি দাস, পাপাই ঘোষ, রেজাউল হক মোল্লা, জয় মল্লিক ও সৌরিত চট্টোপাধ্যায়েরা রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবিপত্র দিয়েছেন। গণধর্ষণ-কাণ্ডকে সামনে রেখে ছাত্র পরিষদের অভিযোগ, ‘এই ঘটনা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপের বহিঃপ্রকাশ।’ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতি-সহ নানা অব্যবস্থা নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে বোসের কাছে স্বতঃপ্রণোদিত তদন্ত করার দাবি জানিয়েছে ছাত্র পরিষদ। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার দাবিও করা হয়েছে। পাশাপাশি, নিয়োগ-দুর্নীতির ফলে ‘যোগ্য’ শিক্ষকেরা চাকরি হারানোর ফলে যে সঙ্কট তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বোস যাতে সুষ্ঠু তদন্তের জন্য আর্জি জানান, সেই অনুরোধও করেছে ছাত্র পরিষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন