কাল সমাবেশ অধীরদের

বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা এবং তৃণমূলের ‘দুর্নীতি’ ও অপশাসনের প্রতিবাদেই শহিদ মিনারে এ বারের সমাবেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৩:২৮
Share:

রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সার্বিক বিরোধী ঐক্যে সনিয়া গাঁধীর সঙ্গে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়ও। আবার রাজ্যে ২১ জুলাইয়ের আগে দলে আরও ভাঙনের আশঙ্কা। এই পরিস্থিতিতে শহিদ মিনার ময়দানে কাল, বুধবারের সমাবেশ থেকে অস্তিত্ব জানান দিতে চাইছে প্রদেশ কংগ্রেস। দলের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গাঁধীর বার্তা নিয়ে যেখানে উপস্থিত থাকার কথা এআইসিসি-র পর্যবেক্ষক সি পি জোশীর। আসার কথা উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রাজ বব্বরেরও।

Advertisement

বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা এবং তৃণমূলের ‘দুর্নীতি’ ও অপশাসনের প্রতিবাদেই শহিদ মিনারে এ বারের সমাবেশ। তবে সমাবেশের প্রচারে নজর করলেই বোঝা যাচ্ছে, এখনকার পরিস্থিতিতে সংখ্যালঘু মানুষের ভাবাবেগের পাশে থাকতে চাইছে কংগ্রেস। যে কারণে প্রচারের পোস্টারে আবু হাসেম (ডালু) খান চৌধুরী, আব্দুল মান্নানের সঙ্গে মৌসম বেনজির নূরের নামও রাখা হয়েছে। সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্যের মতো প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিরা তো আছেনই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর যুক্তি, ‘‘বিজেপি আর তৃণমূল রাজ্যে মেরুকরণের প্রতিযোগিতায় নেমেছে। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ছে চার দিকে। সেই সঙ্গে তৃণমূলের লুঠ আর অপশাসনে মানুষ বিরক্ত।’’ এই অবস্থার প্রতিবাদেই তাঁদের সমাবেশ বলে প্রদেশ নেতৃত্বের বক্তব্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন