প্রদেশের মত নিয়েই ব্রিগেডে যাবে কংগ্রেস

ব্রিগেডে তৃণমূলের মঞ্চে যোগ দেওয়ার ব্যাপারে প্রদেশ কংগ্রেসের মত নেবে হাইকম্যান্ড। শনিবার এ কথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, সারা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ভাবনা বাস্তবসম্মত নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০৪:০৫
Share:

রণদীপ সিংহ সুরজেওয়ালা।

ব্রিগেডে তৃণমূলের মঞ্চে যোগ দেওয়ার ব্যাপারে প্রদেশ কংগ্রেসের মত নেবে হাইকম্যান্ড। শনিবার এ কথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, সারা দেশে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ভাবনা বাস্তবসম্মত নয়।

Advertisement

ব্রিগেডে সর্বভারতীয় বিরোধী নেতৃত্বকে একজোট করে সভা করতে চান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য, দেশ জু়ড়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে বিজেপির মোকাবিলা করা। এ জন্য তিনি কংগ্রেস-সহ বিভিন্ন দলকে ব্রিগেডে আমন্ত্রণও জানিয়েছেন।

কিন্তু শনিবার কলকাতায় কংগ্রেসের সুরজেওয়ালা বলেন, ‘‘এটা তৃণমূলের নিজস্ব কর্মসূচি। সেখানে সর্বভারতীয় নেতৃত্বের কেউ থাকবেন কি না, তা ঠিক হবে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেই।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘গোটা দেশের জন্য একের বিরুদ্ধে একের সাধারণ কোনও ফর্মুলা নির্ধারিত করা যাবে না। রাজ্য ভেদে আমাদের অবস্থান ঠিক করতে হবে।’’

Advertisement

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘কংগ্রেস কী করবে, তা তারাই ঠিক করবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথের কথা বলেছেন, বারবার তা সঠিক প্রমাণিত হয়েছে। এটাই মনে করিয়ে দিতে চাই।’’

ব্রিগেড সমাবেশে যোগদানের ব্যাপারে অবশ্য এখনই কোনও মত জানাননি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বরং শুক্রবার দলীয় বৈঠকে কংগ্রেস সম্পর্কে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলের সমালোচনা করেন। তৃণমূলের ওই বৈঠকে রাজ্যে কংগ্রেস-সহ বিরোধীদের সাইনবোর্ডে পরিণত করার কথা বলেছিলেন মমতা।

সোমেনবাবু বলেন, ‘‘তৃণমূল এখানে বিরোধীদের প্রতি স্বৈরাচারী মনোভাবই নিয়েছে। তাই আমাদের কাছে জোটের থেকেও গুরুত্বপূর্ণ কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করানো।’’ তাঁর দাবি, বিরোধী জোটের থেকেও দলের শক্তিবৃদ্ধির উপরে জোর দিতে বলা হয়েছে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন