Tamanna Khatun

তামান্নার স্মরণে ২১শেই ‘শহিদ দিবসে’ অধীরেরা

কালীগঞ্জ বিধানসভা এলাকার পলাশিতে ওই সভায় প্রধান বক্তা হিসেবে থাকার কথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৬:৩৭
Share:

পলাশিতে কংগ্রেসের ২১শে জুলাইয়ের কর্মসূচি ঘোষণা অধীর চৌধুরীর। বহরমপুরে। —নিজস্ব চিত্র।

তৃণমূল কংগ্রেস যে দিন ‘শহিদ দিবস’ পালন করবে, সেই ২১ জুলাই তারিখেই যুব কংগ্রেস কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে নিহত বালিকা তামান্না খাতুন এবং আর জি কর-কাণ্ডে নিহত ছাত্রীকে স্মরণে রেখে সভা করার ডাক দিল। কালীগঞ্জ বিধানসভা এলাকার পলাশিতে ওই সভায় প্রধান বক্তা হিসেবে থাকার কথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর শুক্রবার বলেছেন, “তামান্না, অভয়াকে পরিকল্পনা করে খুন করা হয়েছিল। তাঁদের স্মরণে আমরা ‘শহিদ দিবস’ পালন করব। হত্যাকাণ্ডের বিচার চেয়ে সভাও হবে।” এর সঙ্গেই ১৯৯৩-এর ২১ জুলাইয়ের ঘটনাকে সামনে রেখে তৃণমূল ‘শহিদ দিবস’ পালন করলেও, তা আদতে তাদের ‘শক্তি প্রদর্শনের দিন’ বলে কটাক্ষ করেছেন অধীর। তাঁর সংযোজন, “তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরেও ২১ জুলাইয়ের হত্যাকাণ্ডের ঠিক মতো তদন্ত হয়নি। উল্টে অভিযুক্ত পুলিশ-কর্তাদের পুরস্কৃত করা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন