অনুমতি মেলেনি, তবু হাজরায় আজ কংগ্রেস

হাজরা মোড়ে কংগ্রেসকে আজ, ২১ জুলাইয়ের সভা করার অনুমতি দিল না পুলিশ। তবে প্রদেশ কংগ্রেস বিকেল তিনটে নাগাদ যে কোনও ভাবেই সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে নির্ধারিত ওই সভা করতে বদ্ধপরিকর।

Advertisement
শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০৩:০৮
Share:

হাজরা মোড়ে কংগ্রেসকে আজ, ২১ জুলাইয়ের সভা করার অনুমতি দিল না পুলিশ। তবে প্রদেশ কংগ্রেস বিকেল তিনটে নাগাদ যে কোনও ভাবেই সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে নির্ধারিত ওই সভা করতে বদ্ধপরিকর। মঞ্চে করতে না পারলে ম্যাটাডোরে মঞ্চ করে এমনকী তা না পারলে রাস্তায় দাঁড়িয়েও সভা করার তোড়জোড় করছে কংগ্রেস। লালবাজারের পুলিশ কর্তাদের ব্যাখ্যা, ধর্মতলায় তৃণমূলের সমাবেশের রেশ কাটতে কাটতে বিকেল গড়িয়ে যাবে। তাই কংগ্রেসকে বিকেলে ওই সময়ে সভা করার অনুমতি দেওয়া যাচ্ছে না। কংগ্রেসকে সন্ধ্যার দিকে অন্য কোথাও সভা করার জন্য পুলিশ অনুরোধ করেছে বলে লালবাজার সূত্রের খবর। এবং ওই জায়গায় আগে থেকেই তৃণমূলের একটি মঞ্চ তৈরি হয়ে রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) রাজীব মিশ্র বলেন, ‘‘একটি রাজনৈতিক দল দুপুরে আমাদের কাছে দক্ষিণ কলকাতার একটি এলাকায় সভা করার জন্য আর্জি জানিয়েছিল। আমরা তাদের সভার সময় ও স্থান বদল করার জন্য অনুরোধ করেছি।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের মন্তব্য, ‘‘কংগ্রেসকে ওরা সাইনবোর্ড বলে। তাদের তো আজ লক্ষ লক্ষ লোক নিয়ে সভা করার কথা। তবু কংগ্রেসের সভাকে তৃণমূলের এত ভয় কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন