AIMIM

এমআইএম থেকে তৃণমূলে? বিতর্ক

এ বারের বিধানসভা ভোটে এমআইএম-এর ভূমিকা নিয়ে আসর গরম হতে শুরু করেছে বেশ কিছু দিন আগে থেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৪:৪৫
Share:

—প্রতীকী ছবি

তৃণমূল ভবনে এসে আবদুল কালাম নামে এক ব্যক্তি শনিবার ওই দলে যোগ দেন। তৃণমূল ও কালামের দাবি, তিনি অল ইন্ডিয়া মজলিস-ই- ইত্তোহাদুল মুসলিমিন বা এমআইএম-এর রাজ্য সংগঠনের কার্যকরী সভাপতি। এমআইএম-এর তরফে বলা হয়েছে, কালাম সংগঠনের ওই পদে তিনি কখনই ছিলেন না। যে ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি আগেই ওই সংগঠন থেকে বহিষ্কৃত।

Advertisement

এ বারের বিধানসভা ভোটে এমআইএম-এর ভূমিকা নিয়ে আসর গরম হতে শুরু করেছে বেশ কিছু দিন আগে থেকেই। সম্প্রতি রাজ্যে এসে হুগলির ফুরফুরা শরিফে অন্যতম পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠকও করেন এমআইএম-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। এই পরিস্থিতিতে এ দিন কালামকে দলে নিয়েছে তৃণমূল। তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দিয়েছেন সাংসদ শান্তনু সেন। সাংবাদিক বৈঠকে কালাম বলেন, ‘‘এত দিন রাজ্যে যে শান্তির পরিবেশ ছিল তা নষ্ট করার চেষ্টা চলছে।’’ এমআইএম-এর তরফে কালামের পরিচয় নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। সংগঠনের দাবি, কালাম এমআইএম-এ ছিলেন ঠিকই। কিন্তু তিনি ছিলেন সাধারণ সদস্য মাত্র। দল তাঁকে দু’বছর আগে বহিষ্কার করেছে। তার পর তিনি অন্য একটি দলে যোগ দিয়েছিলেন। অন্য দিকে এ দিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘এমআইএম ও আব্বাস বিজেপিরই দুই হাত। সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দিতে চাইছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন