West Bengal news

নতুন সভাপতি তৃণাঙ্কুর? সমাবেশের পরেই জোর জল্পনা টিএমসিপিতে

অনেকেই আশা করেছিলেন এই মঞ্চ থেকেই ছাত্রদের নতুন ‘সেনাপতি’ সম্পর্কে কিছু একটা ইঙ্গিত অন্তত মিলবে। কিন্তু তেমনটা হয়নি। বরং কোর কমিটিই যে বিষয়টি শীঘ্রই স্থির করবে সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ২২:৪৯
Share:

মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা। নিজস্ব চিত্র।

কে হবেন তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি? জয়া দত্তকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই দলের অন্দরে বিষয়টা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে, চলছে চাপানউতোরও। মঙ্গলবার মেয়ো রোডে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল। অনেকেই আশা করেছিলেন এই মঞ্চ থেকেই ছাত্রদের নতুন ‘সেনাপতি’ সম্পর্কে কিছু একটা ইঙ্গিত অন্তত মিলবে। কিন্তু তেমনটা হয়নি। বরং কোর কমিটিই যে বিষয়টি শীঘ্রই স্থির করবে সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ দিন সমাবেশ মঞ্চে হাজির ছিলেন বারাসত বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, কলকাতা বিশবিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভানেত্রী রুমান আখতার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদিকা লগ্নজিতা চক্রবর্তী। মঞ্চে তাঁরা একে একে বক্তৃতাও দেন। তবে এ দিনের সমাবেশে সবচেয়ে বেশি নজর কেড়েছেন তৃণাঙ্কুর। মমতা যখন বক্তৃতা দিচ্ছিলেন সে সময় তাঁর বক্তব্যের মধ্যে এক বার লগ্নজিতার নাম উল্লেখ করেন। তবে টিএমসিপি সূত্রে খবর, এ দিন নিজের বক্তৃতার মাধ্যমে যে ভাবে সকলের নজর কেড়েছেন তৃণাঙ্কুর তাতে অনেকেই খুশি। খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর তার পর থেকেই জল্পনা আরও জোরালো হতে শুরু করেছে তা হলে কি টিএমসিপির নতুন সভাপতির দায়িত্ব কি তৃণাঙ্কুরের হাতেই উঠতে চলেছে? জল্পনা যা-ই চলুক না কেন নতুন ‘সেনাপতি’র মুকুট কার মাথায় উঠতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন।

এ দিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন টিএমসিপি-র নতুন সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই সেরে ফেলা হবে। তিনি জানান, পার্থ চট্টোপাধ্যায়কে মাথায় রেখে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতিরা সেই কমিটিতে রয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যে তাঁরা আলোচনা করে নতুন কমিটি গড়ে দেবেন বলেও জানিয়েছেন মমতা। পাশাপাশি তিনি আরও জানান, জেলা এবং অন্যান্য স্তরের কমিটিগুলো যেমন চলছিল, তেমনই চলবে। অন্য দিকে, তৃণমূল ছাত্র পরিষদ সূত্রের খবর, রাজ্যের জন্য নতুন কমিটি গড়ার প্রক্রিয়াতেই নতুন সভাপতিও বাছা হবে।

Advertisement

আরও পড়ুন: ‘এখানে আমরা বাঘের বাচ্চারা বসে আছি’, মেয়ো রোড থেকে হুঙ্কার মমতার

আরও পড়ুন: টাকার কাছে আত্মসমর্পণ নয়: ছাত্র সমাবেশে সতর্কবার্তা মমতার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন