Coronavirus

দক্ষিণবঙ্গে দূরপাল্লার বাসেও কমল যাত্রী

তবে আপাতত সংক্রমণ রোখার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ০২:৫৪
Share:

ফাইল চিত্র।

করোনা সংক্রমণের আশঙ্কায় কলকাতায় রাজ্য পরিবহণ নিগমের বাসে যাত্রী কমতে শুরু করেছিল আগেই। এ বার দূরপাল্লার বাসেও যাত্রী কমার কথা জানাল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সূত্রের খবর, যাত্রী-সংখ্যা ৬৬ হাজার থেকে এক ধাক্কায় ৫০ হাজারে এসে ঠেকেছে। কলকাতা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ও শহরে যে বাস চলে, সেখানেও কমেছে যাত্রী। বিশেষ ভাবে এই প্রবণতা চোখে পড়েছে দিঘা, হলদিয়া, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল-সহ বিভিন্ন রুটে। এর জেরে নিগমের দৈনিক আয় কমে গিয়েছে গড়ে ১০ লক্ষ টাকা।

Advertisement

তবে আপাতত সংক্রমণ রোখার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তারা। বিভিন্ন রুটের বাসে ভিড় কমাতে দৈনিক বাসের সংখ্যা ৬৮৪ থেকে বাড়িয়ে ৭৫০ করা হয়েছে। দু’টি বাসের মধ্যে ব্যবধান কমিয়ে বাসস্ট্যান্ডে যাতে বেশি যাত্রীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না-হয়, সে দিকেও নজর দিচ্ছেন নিগম কর্তৃপক্ষ। নিগমের বেলঘরিয়া এবং হাওড়া ছাড়াও অন্য ১৩টি ডিপোয় পরিকাঠামো পরিচ্ছন্ন রাখার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। যাত্রীদের আসন, হাতল, ছাদের রড-সহ বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান তমোনাশ ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন