Coronavirus

রিলে অনশন স্থগিত

রাজাবাজারের ধর্না-স্থলে ৯ দিন রিলে অনশন চালানোর পরে আপাতত স্থগিত ওই কর্মসূচি।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ০৩:৩৮
Share:

স্থগিত হল রাজাবাজারের রিলে অনশন।—ফাইল চিত্র।

কোনও ভাবেই জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) চালু করার প্রক্রিয়া শুরু করা যাবে না, এই দাবিতে রিলে অনশন চালাচ্ছিল এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চ এবং জাতীয় সংহতির জন্য যৌথ মঞ্চ। করোনা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে ওই কর্মসূচি স্থগিত করে দিয়েছে তারা। রাজাবাজারের ধর্না-স্থলে ৯ দিন রিলে অনশন চালানোর পরে আপাতত স্থগিত ওই কর্মসূচি। যুক্ত মঞ্চের তরফে প্রসেনজিৎ বসু জানিয়েছেন, বিপন্ন সাধারণ মানুষের জন্য যাতে চিকিৎসার ব্যবস্থা হয়, এখন সেটাই প্রথম দাবি। এনপিআর বন্ধ করতে প্রয়োজনে পরে আবার আন্দোলন হবে। নবান্নে সোমবার সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সিপিএম নেতাদের প্রশ্নের জবাবে বলেছেন, এখনএনপিআর এবং জনগণনার কাজ স্থগিত রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement