State News

উত্তরবঙ্গে আরও নজরদারি চাইছে কেন্দ্রীয় দল, চিঠি রাজ্যকে

লকডাউন কার্যকরী করা-সহ বেশ কয়েকটি সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৪:০১
Share:

—ফাইল চিত্র।

করোনা-আবহে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখতে কলকাতায় আসা কেন্দ্রীয় দল আগেই বিভিন্ন অভিযোগ ও অনিয়ম নিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে। এ বার উত্তরবঙ্গে যাওয়া দলটিও অসন্তোষ জানিয়ে চিঠি পাঠাল রাজ্যকে। লকডাউন কার্যকরী করা-সহ বেশ কয়েকটি সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। শনিবারই ওই চিঠি রাজ্যের মুখ্যসচিব এবং জলপাইগুড়ির ডিভিশনার কমিশনারকে পাঠানো হয়েছে। এর পর ওই কেন্দ্রীয় দলটি শিলিগুড়ির একটি বাজার পরিদর্শন করে কালিম্পঙে পৌঁছয়।

Advertisement

করোনা-সংক্রমণ ঠেকাতে লকডাউনের বিধিনিষেধ আরও কড়া ভাবে মানার প্রয়োজনীয়তা রয়েছে। সে কথা এ দিনের ওই চিঠিতে উল্লেখ করে উত্তরবঙ্গে যাওয়া কেন্দ্রীয় দলের প্রধান বিনীত জোশী লিখেছেন, ‘‘লকডাউন পর্যবেক্ষণ করতে এবং সে ব্যাপারে তথ্যাদি দেওয়ার জন্য আরও বেশি সংখ্যক ফিল্ড অফিসার প্রয়োজন।’’ একই সঙ্গে তাঁরা যে বার বার চাওয়া সত্ত্বেও পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না, চিঠিতে সে কথাও উল্লেখ করেছেন বিনীত।
পাশাপাশি ওই চিঠিতে পুলিশ কমিশনার কেন্দ্রীয় দলের সঙ্গে বৈঠকে বসছেন না বলেও অভিযোগ তোলা হয়েছে। পুলিশ কমিশনারকে একাধিক বার বৈঠকে বসার অনুরোধ জানানো হলেও বিষয়টা এখনও ফলপ্রসূ হয়নি বলেই অভিযোগ করেছেন বিনীত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে তৃণমূল স্তরে লকডাউন কার্যকরী করা এবং তার পর্যবেক্ষণ নিয়ে পুলিশ কমিশনারের সবিস্তার তথ্য দেওয়া যে অত্যন্ত প্রয়োজনীয় তা-ও এ দিনের চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব এবং জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনারকে বিনীত অনুরোধ করেছেন, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করানোর জন্য। তবে এই চিঠি প্রসঙ্গে রাজ্যের তরফে এখনও কিছু জানানো হয়নি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

Advertisement

উত্তরবঙ্গের ওই কেন্দ্রীয় দলটি ইতিমধ্যেই পরিদর্শনে বেরিয়ে পড়েছে। শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল এবং বাজার পরিদর্শন করে কেন্দ্রীয় দলটি। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন শান্তিনিকেতন আবাসন এবং শিলিগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের বাণীমন্দির স্কুলে কোয়রান্টিন সেন্টার ঘুরে দেখে তারা। বিকেলের দিকে তারা যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরে তারা শিলিগুড়ি বাজারে পৌঁছন। এ দিন সকালে শিলিগুড়ির অন্য একটি বাজার ঘুরে কালিম্পঙে পৌঁছয় ওই দল।

আরও পড়ুন: আজ থেকে পাড়ার দোকান খোলা রাখায় বাড়তি ছাড় কেন্দ্রের

রাজ্যকে এই চিঠিই পাঠিয়েছে উত্তরবঙ্গ পরিদর্শনকারী কেন্দ্রীয় দল।

অন্য দিকে, কলকাতায় থাকা কেন্দ্রীয় দলটি গত কাল ডুমুরজোলা কোয়রান্টিন সেন্টার হয়ে উলুবেড়িয়ায় সঞ্জীবন হাসপাতাল ঘুরে সালকিয়া পরিদর্শন করে। এই জায়গাগুলি ঘুরে দুই কেন্দ্রীয় দলের কী অভিজ্ঞতা হয়েছে, তার একটি প্রাথমিক রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর।
দু’টি দলই রাজ্যের আরও বেশ কিছু জায়গা পরিদর্শন করতে চায়। সূত্রের খবর, ইতিমধ্যেই সে বিষয়ে প্রশাসনকে নির্দিষ্ট ভাবে জানিয়েছে তারা।

আরও পড়ুন: প্রায় এক ঘণ্টা হাসপাতালের বাইরে ফুটপাতে বসে রইল ৬৯ জন করোনায় আক্রান্ত রোগী

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন