CPM

রেঁধে, সচেতন করে করোনা সহায়তায় সক্রিয় মহিলা সমিতি

‘না লাভ না ক্ষতি’র ভিত্তিতে সেই খাবার পৌঁছে দেওয়া হবে রেড ভলান্টিয়ার্স-এর মাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ২২:৪৬
Share:

প্রতীকী ছবি।

আপৎকালীন পরিস্থিতিতে কোভিড সহায়তায় আরও সক্রিয় ভূমিকায় নামতে চলেছে সিপিএমের মহিলা সংগঠন। ‘রেড ভলান্টিয়ার্স’ বাহিনীর হয়ে ইতিমধ্যেই কাজ করছেন মহিলা স্বেচ্ছাসেবকেরা। তার সঙ্গেই আরও কিছু দায়িত্বে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি। কোভিড রোগী ও তাঁদের পরিবারের জন্য এ বার রান্না করা খাবার পাঠাতে উদ্যোগী হবেন মহিলা সমিতির কর্মীরা। ‘না লাভ না ক্ষতি’র ভিত্তিতে সেই খাবার পৌঁছে দেওয়া হবে রেড ভলান্টিয়ার্স-এর মাধ্যমে। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে চলবে সচেতনতা প্রচারের কাজও। মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ শনিবার বলেছেন, ‘‘এই পরিবারগুলির সঙ্গে সহমর্মিতার সম্পর্কের এক সেতু তৈরি করতে চাই আমরা, যাতে এই অতিমারিতে কেউ মনে না করেন তিনি বা তাঁরা একা।’’ করোনার অভিঘাতে বহু মহিলাকে যে কর্মহীন হতে হচ্ছে, তাঁদের রুটি-রুজির স্বার্থে লড়াইও এর সঙ্গেই চলবে বলে মহিলা সমিতির রাজ্য নেতৃত্বের বক্তব্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement