COVID-19

Corona: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ২ হাজারের কাছাকাছি, তবে কমেনি সক্রিয় রোগীর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮১ হাজার ৭০৭।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২১ ২১:৩১
Share:

গ্রাফিক: সন্দীপন রুইদাস।

শনিবারই আড়াই হাজারের নীচে নেমেছিল দৈনিক সংক্রমণ। শনিবার তা আরও কমে প্রায় ২ হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে সংখ্যাটা। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮১ হাজার ৭০৭।

দৈনিক আক্রান্ত যেমন কমেছে, সক্রিয় রোগীর ক্ষেত্রেও সংখ্যাটার খুব একটা হেরফের হয়নি। ২৩ হাজারের ঘরে থাকলেও শনিবারের তুলনায় সামান্য বেড়েছে। একই সঙ্গে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার এক লাফে ৫-এর নীচে নেমে এসেছে। প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪.৬৯ শতাংশ। এ নিয়ে মোট ১ কোটি ৩৬ লক্ষ ৮৪ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

দৈনিক মৃত্যুর সংখ্যাও শনিবারের তুলনায় কমেছে। গত তিন দিন ধরে ৫০-এর ঘরেই রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৭ হাজার ৩৪৮।

সুস্থ হওয়ার হারও সামান্য বেড়েছে শনিবারের তুলনায়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৪১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৩ লক্ষ ৯ হাজার ৮৪১ জন। রবিবার পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১ কোটি ৮৯ লক্ষ২০ হাজার ৮০১ জনের।

দৈনিক সংক্রমণ কলকাতায় ২০০-র নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। কিন্তু উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত তিনশোর উপরেই রয়েছে। ওই জেলায় মৃত্যু হয়েছে ৯ জনের। সেখানে কলকাতায় করোনায় মারা গিয়েছেন ৭ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন