Coronavirus In West Bengal

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত ৭, নতুন করে আক্রান্ত ৮৫

স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২৬৪ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২০ ১৮:২২
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে করোনায় মৃতের সংখ্যাও ৭ বেড়ে হয়েছে ৬৮। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪০। মঙ্গলবার নবান্নে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২৬৪ জন।

Advertisement

গতকাল সোমবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ সাংবাদিক বৈঠক করে জানান, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১২৫৯। মৃত ৬১। এ দিন স্বরাষ্ট্রসচিব জানান, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৪৪। তবে সক্রিয় করোনা আক্রান্ত এই মুহূর্তে ৯৪০।

স্বরাষ্ট্রসচিব জানান, রাজ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৬৮ জনের। তবে গতকাল মুখ্যসচিব জানিয়েছিলেন, রাজ্যে আরও ৭২ জন মৃতের শরীরে করোনার অস্তিত্ব মিলেছিল। তবে তাঁদের মৃত্যুর কারণ কো-মর্বিডিটি বলে জানিয়েছিল রাজ্য সরকার গঠিত চিকিৎসকদের বিশেষ অডিট টিম। সেই ৭২ জনকে ধরলে রাজ্যে এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে, যাঁদের শরীরে করোনার অস্তিত্ব মিলেছিল।

Advertisement

আরও পড়ুন: কলকাতার বাইরে রাজ্যের কনটেনমেন্ট জোন কী কী, দেখে নিন

আরও পড়ুন: কলকাতার কোন কোন এলাকা কন্টেনমেন্ট জোন, দেখে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন