Coronavirus

রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে হল ১১৮, নতুন করে আক্রান্ত ১২৪

কলকাতায় উদ্বেগজনক ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে শুধু কলকাতাতেই সক্রিয় আক্রান্ত ৬২১ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২০ ২২:১৭
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১২৪ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৪। শুধুমাত্র করোনার কারণে মৃত্যু হয়েছে ১১৮ জনের। আরও ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৯ জন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমন তথ্যই মিলেছে।

Advertisement

কলকাতায় উদ্বেগজনক ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে শুধু কলকাতাতেই সক্রিয় আক্রান্ত ৬২১ জন। করোনার কারণে মৃত্যু হয়েছে ৭৭ জনের। ৫২ জন মারা গিয়েছেন কো-মর্বিডিটিতে। তাঁদের শরীরেও করোনার উপস্থিতি মিলেছিল।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগের থেকে আরও বেশি করে টেস্ট হচ্ছে রাজ্য জুড়ে। ল্যাবরেটরির সংখ্যাও বেড়ে হয়েছে ১৮টি। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টেস্ট হয়েছে ৪২০১টি। এখনও পর্যন্ত কোভিড-১৯ টেস্টের সংখ্যা ৪৭ হাজার ৬১৫। ৬৮টি কোভিড হাতপাতালে চিকিৎসা চলছে রোগীদের। বিভিন্ন হাসপাতালে ৯০৭টি আইসিইউ বেড রয়েছে। ভেন্টিলেটর বেডের সংখ্যা ৩৯২টি। শুধু টেস্টের সংখ্যাই বাড়েনি, সেই সঙ্গে বেড়েছে সরকারি কোয়রান্টিনের সংখ্যাও। ৫৮২টি কোয়রান্টিন সেন্টার হয়েছে। কোয়রান্টিনে আছেন ৬ হাজার ৬৮৯ জন।

Advertisement

আরও পড়ুন: মেডিক্যালের কোভিড বেড ৫০০ থেকে বেড়ে ১০০০ হল

আরও পড়ুন: ১০০ সংক্রমণ এক সপ্তাহে, হাওড়ার রাস্তায় নমুনা স‌ংগ্রহে বসল কিয়স্ক

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন