Coronavirus

রাজ্যে আরও এক করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু

এ নিয়ে রাজ্যের দুই করোনা আক্রান্ত চিকিৎসক মারা গেলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ২৩:০০
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে আরও এক করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হল। মিন্টোপার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর লালরসের নমুনা কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। গত ১৪ এপ্রিল থেকে তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত ৯টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু ঘোষণা করা হয়। যদিও ওই অস্থিরোগ বিশেষজ্ঞের মৃত্যুর কারণও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

ওই হাসপাতালের এক আধিকারিক বলেন, “১৭ এপ্রিল ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়। এ দিন ন’টা ১৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়েছে।”

এ নিয়ে রাজ্যের দুই করোনা আক্রান্ত চিকিৎসক মারা গেলেন। গত রবিবার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্তার মৃত্যু হয়েছিল। তিনিও ওই একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এক ডাক্তারের মৃ্ত্যুতে উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহলে।

Advertisement

ওয়েল্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর সম্পাদক বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি বলেন, “পর পর আমরা দুই সহযোদ্ধাকে হারালাম। ওঁর বয়স হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা চলছিল । এই দুটি ঘটনার পর চিকিৎসা পরিষেবায় যাঁরা যুক্ত আছেন, তাঁদের কাছে অনুরোধ আরও সাবধানতা অবলম্বন করতে হবে।”

আরও পড়ুন: রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৫০৪, সংক্রমণের হার কমেছে, বললেন মুখ্যসচিব

আরও পড়ুন: কোভিড আক্রান্তের সংস্পর্শে এলে বাড়িতেই থাকা যাবে কোয়রান্টিনে

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement