Advertisement
০৫ মে ২০২৪
Coronavirus

এ বার কোভিড আক্রান্তের সংস্পর্শে এলে বাড়িতেই থাকা যাবে কোয়রান্টিনে

সোমবার বিকেলে সরকারের এই সিদ্ধান্তের কথা নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ি বাড়ি ঘুরে খবর নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। কলকাতায়। ছবি: রয়টার্স।

বাড়ি বাড়ি ঘুরে খবর নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। কলকাতায়। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ২৩:২২
Share: Save:

করোনা আক্রান্তের সংস্পর্শে এলে এ বার থেকে আর সরকারি কোয়রান্টিন সেন্টারে যেতে হবে না। নিজের বাড়িতেই ‘হোম কোয়রান্টিন’ বা নিভৃতবাসে থাকা যাবে। সোমবার বিকেলে সরকারের এই সিদ্ধান্তের কথা নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন রাতেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতরও।

এত দিন কোভিড আক্রান্তের প্রত্যক্ষ (প্রাইমারি) এবং পরোক্ষ (সেকেন্ডারি) সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে ইনস্টিটিউশনাল কোয়রান্টিন বা সরকারি কোয়রান্টিনে পাঠানো হত। সেখানে তাঁদের পর্যবেক্ষণে রাখা হত। কোয়রান্টিনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যের গতি-প্রকৃতির উপর নজর রাখতেন চিকিৎসকরা এবং সেই অনুসারে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হত।

রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে ৫৮২টি কোয়রান্টিন সেন্টার রয়েছে। সেখানে এখনও পর্যন্ত মোট ১৮ হাজার ২৪ জন ব্যক্তি ছিলেন। নিভৃতবাসের মেয়াদ কাটিয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১২ হাজার ৫৭৭ জন। রাজ্যের প্রতিটি ব্লকেই কোয়রান্টিন সেন্টার তৈরি করেছে সরকার। কলকাতাতেও রয়েছে।

আরও পড়ুন: রেড-অরেঞ্জ-গ্রিন জোনে ভাগ করে রাজ্যে ২১ মে পর্যন্ত লকডাউন প্রস্তুতি

আরও পড়ুন: রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৫০৪, সংক্রমণের হার কমেছে, বললেন মুখ্যসচিব

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “সরকারেরও সীমাবদ্ধতা আছে। তাই যাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সরকারি কোয়রান্টিন সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। তাঁরা নিজেদের বাড়িতেই নির্দিষ্ট নিয়ম মেনে কোয়রান্টিনে থাকতে পারবেন।” স্বাস্থ্য দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে কোভিড আক্রান্তের সংস্পর্শে থাকা ব্যক্তিরা বাড়িতেই থাকতে পারবেন। তাঁদের স্বাস্থ্যের খবরাখবর রাখবেন সরকারি স্বাস্থ্য কর্মীরা। টেলিফোনে তাঁরা নিয়মিত খবর নেবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন তাঁরা। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে সকলকে অনুরোধ করেন, তাঁরা যেন সংস্পর্শে এসেছেন কি না তা নিজে থেকে সরকারকে জানান। মুখ্যমন্ত্রী সেই সঙ্গে এ দিন জানান, যাঁদের বাড়িতে পর্যাপ্ত জায়গা নেই, তাঁদের সরকারি কোয়রান্টিন সেন্টারে থাকার সুযোগ থাকবে।

তবে এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যদি কেউ কোভিড আক্রান্ত হন তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা বাধ্যতামূলক। তাঁর ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসার কোনও সুযোগ নেই।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE