NICED

রাজ্যের দাবি মেনে নয়া কিট নাইসেডের

নাইসেডের অধিকর্ত্রী শান্তা দত্ত জানান, আইসিএমআরের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে, তাদের চাহিদামতো কিট দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০৩:৫১
Share:

ছবি: এএফপি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) দেওয়া করোনা পরীক্ষার কিটের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সংশ্লিষ্ট সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারি সংস্থা নাইসেড চিঠি পাঠিয়ে রাজ্যকে জানিয়েছে, ওই কিট ফেরত নিয়ে নতুন কিট দেবে তারা। নাইসেডই এ রাজ্যে আইসিএমআরের নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে।

Advertisement

নাইসেডের অধিকর্ত্রী শান্তা দত্ত জানান, আইসিএমআরের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে, তাদের চাহিদামতো কিট দেওয়া হবে। বিজিআই আরটিপিসিআর কিটের পরিবর্তে আগের মতো পাঠানো হবে এনআইভি পুণের স্ট্যান্ডার্ডাইজ় করা এজিপ্যাথ কিট। তবে কিটের গুণমান নিয়ে কোনও সমস্যা নেই বলে এ দিনও জানায় আইসিএমআর। কেন্দ্রীয় গবেষণা সংস্থার টুইটের পরিপ্রেক্ষিতে নাইসেড-প্রধান জানান, রাজ্য যে-কিটের গুণমান নিয়ে সন্দিহান, তা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। নইলে কিটের এনজাইম কাজ করে না। তাঁর কথায়, ‘‘এ-সব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। রাজ্য যে-কিট চাইছে, তা দেওয়া হবে।’’ একটি সূত্রে জানানো হয়, কিট যথাযথ ভাবে সংরক্ষণের জন্য পর্যাপ্ত শুষ্ক বরফ মজুত রাখতে বলা হয়েছে রাজ্যকে।

একই কিট নিয়ে নাইসেড প্রতিদিন বিপুল সংখ্যক নমুনা পরীক্ষা করছে বলে জানান শান্তাদেবী। গত শনিবার থেকে সোমবার বিকেল ৪টে পর্যন্ত ৫৬৮টি নমুনা পরীক্ষা করেছে নাইসেড। তার মধ্যে নতুন নমুনা ৪৬৫টি। পুনরায় পরীক্ষা করা হয়েছে ১০৩টি। নাইসেডের পরীক্ষায় ৪৬৫ জনের মধ্যে ৪৭ জনের করোনা পজ়িটিভ ধরা পড়েছে।

Advertisement

আরও পড়ুন: ঘরে সতর্ক থাকুন, শহরে ঘুরে বার্তা মুখ্যমন্ত্রীর

এ দিন রাজ্য সরকারের তরফে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নাইসেডের অধিকর্ত্রী জানান, করোনা সংক্রমণ ঘটেছে কি না, তা যাচাইয়ের জন্য এখন রাজ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১২টি পরীক্ষাগারে লালারসের নমুনার পরীক্ষা করা হচ্ছে। ৭৯৩টি নমুনার মধ্যে সোমবার ৩৯৪টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল নাইসেডে। তার মধ্যে ২২১টি নমুনা পরীক্ষা করে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি নমুনা পরীক্ষা করে দ্রুত রিপোর্ট পাঠানো হবে।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় এসএসকেএম হাসপাতালে লালারসের ১৬০টি নমুনা এবং স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ-পর্যন্ত মোট ১৪৬০টি নমুনা পরীক্ষা করেছে নাইসেড। আর এসএসকেএমের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে ১৪৮৬টি নমুনা।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বার মাকে তাড়াতে জোট সোনারপুরের আবাসনে


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন