Coronavirus in West Bengal

রাজ্যে কোভিডে মৃত্যু ৫০ ছুঁল, এই মুহূর্তে চিকিৎসাধীন ৬৬৩

রাজ্য সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম তিন দিনে ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২০ ২০:২২
Share:

রাজ্যে ফের কোভিড আক্রান্তের মৃত্যু।—ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে আরও ২ জনের মৃত্যু হল। তাতে রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁল। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে রবিবার পর্যন্ত রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬৩।

Advertisement

রাজ্য সরকার প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম তিন দিনে ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের বেশির ভাগই কলকাতা এবং সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। তবে গত একদিনে রোগমুক্ত হয়ে বাড়ি ফেরেননি কেউ।

সূত্রের খবর, পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালের আরও দুই চিকিৎসকের দেহে কোভিডের সংক্রমণ হয়েছে। ক’দিন আগেই ওই হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৬ জনের দেহে সংক্রমণ মিলেছিল। সংক্রামিত হয়েছেন কলকাতা পুলিশের এক আধিকারিকও। এ দিন রাজারহাটে চিত্তরঞ্জন ক্যানসার রিসার্চ সেন্টারে তাঁর সহকর্মীদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়।

Advertisement

আরও পড়ুন: দেশে করোনা আক্রান্ত ৪০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৩ জনের​

আরও পড়ুন: শ্রমিক স্পেশালের যাত্রীদের দাম দিতে হবে টিকিটের, তুঙ্গে বিতর্ক​

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ১৬ টি সরকারি-বেসরকারি কোভিড পরীক্ষা কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১হাজার ৯৩৯ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হল ২২ হাজার ৯১৫ জনের। সরকারি তথ্য অনুযায়ী, হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩০২ জন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন