অনশন মহিলাদের

করোনা-যোদ্ধাদের প্রতিও অস্পৃশ্যতার প্রবণতা দেখা যাচ্ছে। এর প্রতিবাদেই এ দিন দূরত্ব বিধি মেনে নিজের নিজের বাড়িতে অনশন করেন তাঁদের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০১:৫৭
Share:

প্রতীকী ছবি।

করোনা মোকাবিলার অজুহাতে সাম্প্রদায়িকতা এবং ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি অস্পৃশ্যতা ছড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে অনশন কর্মসূচি করল প্রগতিশীল মহিলা সমিতি (পিডব্লিউএ)। সিপিআই (এমএল) লিবারেশনের এই মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক ইন্দ্রাণী দত্তর বক্তব্য, করোনা সচেতনতার নামে নিজামুদ্দিন-কাণ্ডকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ছড়ানোর চক্রান্ত শুরু হয়েছে।

Advertisement

করোনা-যোদ্ধাদের প্রতিও অস্পৃশ্যতার প্রবণতা দেখা যাচ্ছে। এর প্রতিবাদেই এ দিন দূরত্ব বিধি মেনে নিজের নিজের বাড়িতে অনশন করেন তাঁদের নেতা-কর্মীরা। লক ডাউনে বিপন্ন সব মানুষের প্রয়োজন মতো রেশনের দাবিও ওঠে ওই কর্মসূচি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement