Coronavirus

বছর শেষের দিনেও করোনা কেড়ে নিল ২৯ জনের প্রাণ, সংক্রমিত ১,১৭০

নতুন স্ট্রেন প্রতিনিয়ত সাধারণ মানুষের মনে ভয় ধরাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানানোর ব্যপারেও যথেষ্ট সতর্ক কলকাতা-সহ রাজ্যবাসী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২২:৪২
Share:

করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও নতুন স্ট্রেন প্রতিনিয়ত সাধারণ মানুষের মনে ভয় ধরাচ্ছে। গ্রাফিক: তিয়াসা দাস

সরকার নির্দেশিকা দিয়েছে, বর্ষবরণের অনুষ্ঠান করতে হবে সামলে। করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও নতুন স্ট্রেন প্রতিনিয়ত সাধারণ মানুষের মনে ভয় ধরাচ্ছে। তাই নতুন বছরকে স্বাগত জানানোর ব্যপারেও যথেষ্ট সতর্ক কলকাতা-সহ রাজ্যবাসী। সেই কারণেই ধীরে ধীরে করোনা সংক্রমণের হার হ্রাস পাওয়ার ইঙ্গিত মিলছে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। করোনা আক্রান্তদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৩ জনে। তার মধ্যে এখনও সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৯৮৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭১২ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন রাজ্যের ৫ লক্ষ ৩০ হাজার ৩৬৬ জন মানুষ।

এখনও আক্রান্তের বিচারে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৩২৫ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৭৩১ জন। কলকাতায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২ হাজার ৩৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Advertisement

প্রতিদিন যত সংখ্যক মানুষের কোভিড পরীক্ষা হয় এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলে। বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা কিছুটা নীচে নেমে যাওয়ায় সংক্রমণের হার কমে হয়েছে ২.৯১ শতাংশ।

আরও পড়ুন: কোভিডের টিকার জন্য নথিভুক্ত ১৬ হাজার জন

আরও পড়ুন: পঞ্জাবের ২ জেলায় পরীক্ষামূলক টিকা কর্মসূচি ২৮ ও ২৯শে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন