IPL 2025

আইপিএলে আর ইডেনে যেতে পারবেন না! বিরাটকে প্রণামের ঘটনায় ধৃত তরুণের জামিন মঞ্জুর

শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার অভিযোগ ওঠে ওই তরুণের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২০:৪৩
Share:

শনিবার ইডেনে ম্যাচ চলাকালীন বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম তরুণের। ছবি: পিটিআই।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ইডেন গার্ডেন্সের মাঠে ঢুকে পড়েছিলেন বর্ধমানের তরুণ ঋতুপর্ণ পাখিরা। সটান গিয়ে বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। এ ভাবে মাঠে ঢুকে পড়ার অভিযোগে রবিবার গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে এক দিন পরেই তাঁকে জামিন দিল আদালত। তবে বিচারক স্পষ্ট জানান, চলতি বছরে আইপিএল চলাকালীন ইডেন বা তার আশপাশে যেতে পারবেন না ঋতুপর্ণ!

Advertisement

শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার অভিযোগ ওঠে ঋতুপর্ণের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানানো হয়, ইডেনের ‘জি’ ব্লকের সামনে থাকা নিরাপত্তাকর্মীদের চোখে ‘ধুলো’ দিয়ে তিনি জাল টপকে সোজা ঢুকে পড়েছিলেন মাঠে। তাঁকে ধরার জন্য পিছন পিছন তখন ছোটেন নিরাপত্তাকর্মীরা। যদিও সেই দিকে তাঁর কোনও ভ্রুক্ষেপ ছিল না। সোজা চলে যান বিরাটের কাছে। ক্রিজের মাঝেই বিরাটের পা ধরে সাষ্টাঙ্গে প্রণাম করেন তিনি। যদিও পরমুহূর্তেই নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন ঋতুপর্ণ। তার পরই তাঁকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরই অভিযুক্ত তরুণকে আটক করে ময়দান থানায় নিয়ে যায় পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলায় রবিবার ঋতুপর্ণকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে হাজির করানো হলে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটান, তা নিয়ে সতর্কও করে দেন। সেই সঙ্গে বিচারক বলেন, ‘‘২০২৫ সালের আইপিএল চলাকালীন ইডেন বা তার আশপাশে যেতে পারবে না ঋতুপর্ণ।’’ পাশাপাশি, আর যাতে এই ধরনের ঘটনা না হয় সেই ব্যাপারে পুলিশকে সতর্ক থাকার নির্দেশও দেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement