‘বিধানসভা ঘেরাও’ ছাত্র পরিষদের

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং কলেজে কলেজে ছাত্র নির্বাচন চালুর দাবিতে মঙ্গলবার ‘বিধানসভা ঘেরাও’ অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেসের ছাত্র সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ০৩:২২
Share:

বিধানসভা অভিযানের কর্মসূচিকে ঘিরে ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বাধল পুলিশের। আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং কলেজে কলেজে ছাত্র নির্বাচন চালুর দাবিতে মঙ্গলবার ‘বিধানসভা ঘেরাও’ অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেসের ছাত্র সংগঠন। টাউন হলের উল্টো দিকে বিধানসভার ভিআইপি গেটের দিকে বিক্ষোভ দেখাতে পৌঁছলে ছাত্র পরিষদ কর্মীদের এ দিন ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ-সহ অন্যদের। ছাত্র পরিষদের অভিযোগ, বিক্ষোভ ঠেকাতে লাঠি চালিয়েছে পুলিশ। খবর পেয়ে বিধানসভা থেকেই কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ‘পয়েন্ট অফ ইনফরমেশন’ এনে ছাত্র বিক্ষোভ আটকাতে পুলিশি তৎপরতার কথা বিধানসভার অধিবেশনে তোলেন কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন