সিপিআইয়ের নতুন সম্পাদক

রাজ্য সম্মেলনের পরে ৯ জন পূর্ণ সময়ের ও চার জন আমন্ত্রিত সদস্যকে নিয়ে মোট ১৩ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছিল সিপিআইয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০৩:২০
Share:

প্রতীকী ছবি।

সিপিআইয়ের নতুন রাজ্য সম্পাদক হলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। তমলুকে গত ডিসেম্বরে দলের রাজ্য সম্মেলনে তিনি সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। রাজ্য সম্পাদক প্রবোধ পণ্ডার আকস্মিক মৃত্যুর পরে শনিবার সিপিআইয়ের রাজ্য কার্যনির্বাহী সমিতি ও রাজ্য পরিষদ বৈঠকে বসে উত্তর ২৪ পরগনার নেতা স্বপনবাবুকেই পূর্ণ সময়ের দায়িত্ব দিয়েছে। সেই সঙ্গেই ঠিক হয়েছে, আগামী ২৮ মার্চ মহাজাতি সদনে প্রবোধবাবুর স্মরণসভা হবে।

Advertisement

রাজ্য সম্মেলনের পরে ৯ জন পূর্ণ সময়ের ও চার জন আমন্ত্রিত সদস্যকে নিয়ে মোট ১৩ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছিল সিপিআইয়ে। এআইটিইউসি-র দুই নেতা রণজিৎ গুহ ও দেবাশিস দত্তকে অব্যাহতি দিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীতে আনা হয়েছিল তপন গঙ্গোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। প্রবোধবাবুর মৃত্যুতে আপাতত তাঁর জায়গায় কাউকে নেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন