রাষ্ট্রপতিকে আর্জি

নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) সম্মতি প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠাল সিপিআই (এম-এল) লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৪
Share:

ছবি: পিটিআই।

অসম-সহ গোটা দেশের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) সম্মতি প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠাল সিপিআই (এম-এল) লিবারেশন। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, ‘‘অসমে উত্তেজনা, অস্থিরতা ও বিস্ফোরক পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদী-অমিত শাহ সরকার এবং সিএবি সরাসরি সমভাবে দায়ী। সিএবি-র সম্মতি ফিরিয়ে নেওয়া এবং অসম ও দেশের সামনে যে বিপদ আবির্ভূত হয়েছে, তাকে প্রতিহত করার দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি।’’ মোদী-শাহদের সিএবি এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) পরিকল্পনা ‘সংবিধানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছে লিবারেশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন