রাহুলের ‘চোর’ স্লোগান বামেরও

কেন্দ্রীয় সরকার ‘ন্যক্কারজনক আচরণ’ করছে, এই অভিযোগ তুলে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের বাইরে সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০৪:২১
Share:

স্লোগান বেঁধে দিল্লির রাস্তায় নেমেছিলেন রাহুল গাঁধী। কলকাতায় সিবিআইয়ের আ়ঞ্চলিক দফতরের সামনে রাস্তায় দাঁড়িয়ে সেই স্লোগানেই নরেন্দ্র মোদীর সরকারকে বিঁধল সিপিএম। কংগ্রসের মতোই সিপিএম নেতাদের গলায় শোনা গেল, ‘গলি গলি মে শোর হ্যায়, চওকিদার চোর হ্যায়’!

Advertisement

কেন্দ্রীয় সরকার ‘ন্যক্কারজনক আচরণ’ করছে, এই অভিযোগ তুলে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের বাইরে সোমবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম। দেশ জু়ড়ে সিবিআই দফতরের সামনে ধর্নার কর্মসূচি প্রথমে নিয়েছে কংগ্রেসই। সেই পথে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব, উত্তর ২৪ পরগনা জেলার মৃণাল চক্রবর্তী, রেখা গোস্বামী, নেপালদেব ভট্টাচার্য, তড়িৎ তোপদারেরা রাফাল দুর্নীতির সঙ্গে সিবিআইয়ের অধিকর্তা অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে মিলিয়ে কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন তুলেছেন। দূর্নীতির প্রশ্নে তাঁরা অবশ্য বিজেপির পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেছেন।

নানা সরকারি প্রতিষ্ঠান বিজেপির জমানায় বিপন্ন, এই অভিযোগ করেই সূর্যবাবু এ দিন বলেন, ‘‘সিবিআই আধিকারিকদের কৈফিয়ত চাইতে এখানে আসিনি। সিবিআইয়ে যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। সকলে পাশে থাকবে। আর যাঁরা আত্মসমর্পণ করতে চান, তাঁদের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে।’’ বিভিন্ন নথি প্রকাশ করে রাহুল বিজেপির নেতা-মন্ত্রী এবং তাঁদের আত্মীয়দের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছেন, তার জবাব কেন মোদী-অমিত শাহেরা দিতে পারছেন না, প্রশ্ন তুলেছেন সূর্যবাবু। গৌতমবাবুর প্রশ্ন, এ রাজ্যে সারদা ও নারদ তদন্তের কী হবে?

Advertisement

দুর্নীতির প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে এক বন্ধনীতে এনে সূর্যবাবুর মন্তব্য, ‘‘চৌকিদার তো মহাচোর! কিন্তু এ রাজ্যে দফাদারও কম যায় না! এই সিবিআই দফতরে যাতে ডাক না পড়ে, তার জন্য কত চেষ্টা!’’ তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছিলেন ছবি এঁকে দল চালান। এখন তা হলে ছবির প্রদর্শনী হয় না কেন? আর ছবি আঁকতে পারেন না বলে? নাকি ছবি কেনার লোক নেই বলে? রাজ্যের মানুষকে এ সবের উত্তর দিতেই হবে।’’ সল্টলেকে একই জায়গায় আজ, মঙ্গলবার কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ করার কথা। প্রদীপ ভট্টাচার্য, তুলসী মুখোপাধ্যায়দের উপস্থিতিতে এ দিনও গড়িয়াহাটে প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করেছে কংগ্রেস।

দুই বিরোধীর প্রতিবাদকে কটাক্ষ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘ওদের সাইনবোর্ড ছাড়া আছেটা কী? বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন