CPM

Shatrup Ghosh: সিপিএম নেতা শতরূপ ঘোষের কাছে জবাবদিহি চাইল বিধানসভার স্বাধিকাররক্ষা কমিটি

বিধানসভায় স্বাধিকাররক্ষা কমিটির বৈঠক হয়। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন স্বাধিকাররক্ষা কমিটি এই সিদ্ধান্ত নেয়।
২৪ মে-র মধ্যে তাঁদের লিখিত বক্তব্য জমা দিতে হবে। সূত্রের খবর, ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৪:৩৬
Share:

অভিযোগ, বেসরকারি টিভি চ্যানেলের একটি শো-এ অংশ নিয়ে স্পিকারের বিরুদ্ধে শতরূপ বেশ কিছু অবমাননাকর মন্তব্য করেন ফাইল ছবি

সিপিএম নেতা শতরূপ ঘোষের কাছে জবাবদিহি চাইল বিধানসভার স্বাধিকাররক্ষা কমিটি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য স্বাধিকারভঙ্গের অভিযোগ উঠেছিল সিপিএমের এই তরুণ নেতার বিরুদ্ধে। সেই বিষয়েই তাঁর জবাবদিহি চাইল বিধানসভার ওই কমিটি। বুধবার বিধানসভায় স্বাধিকাররক্ষা কমিটির বৈঠক হয়। ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন স্বাধিকাররক্ষা কমিটি এই সিদ্ধান্ত নেয়।
২৪ মে-র মধ্যে তাঁদের লিখিত বক্তব্য জমা দিতে হবে। সূত্রের খবর, ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সদস্যরা।

সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপের পাশাপাশি, একই কারণে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঞ্চালকের কাছেও জবাবদিহি চাওয়া হয়েছে। গত বছর এক বেসরকারি টিভি চ্যানেলের একটি শো-এ অংশ নিয়ে স্পিকারের বিরুদ্ধে শতরূপ বেশ কিছু অবমাননাকর মন্তব্য করেন বলে বিধানসভার অধিবেশনে অভিযোগ করেছিলেন শাসকদলের সহকারী মুখ্য সচেতক তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়। সংখ্যাধিক্যের ভোটে শতরূপের বিরুদ্ধে আনা সেই প্রস্তাব পাশ হয়ে যায়। সেই অভিযোগের বিচারের দায়িত্ব স্পিকার দিয়েছিলেন স্বাধিকাররক্ষা কমিটিকে। সেই কমিটিই এ বার জবাবদিহি চেয়েছে শতরূপের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন