suryakanta mishra

Suryakanta Mishra: করোনা আক্রান্ত সূর্যকান্ত, আপাতত নিভৃতবাসে সিপিএমের রাজ্য সম্পাদক

কয়েক দিন আগে সিউড়িতে সিপিএমের বীরভূম জেলা সম্মেলনে যোগ দিতে গিয়ে ঠান্ডা লেগেছিল তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০০:০৫
Share:

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। —ফাইল চিত্র।

দিল্লিতে চলছে সিপিএমের পলিটব্যুরো বৈঠক। কিন্তু সেখানে নেই দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত গৃহবন্দি তিনি। সিউড়িতে কয়েক দিন আগে সিপিএমের বীরভূম জেলা সম্মেলনে গিয়েছিলেন সূর্যবাবু। সেখান থেকে ফিরেই ঠান্ডা লাগার উপসর্গ দেখা দেয়, জ্বরও আসে। এর পরে কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে চিকিৎসক সূর্যবাবু এখন স্থিতিশীল। বিশেষ কোনও জটিলতা নেই। কড়েয়ার বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। আপাতত কিছু দিন তাঁর সব কর্মসূচি বাতিল। বাংলা থেকে সিপিএমের পলিটবুরোর আরও দুই সদস্য বিমান বসু ও মহম্মদ সেলিম দিল্লি গিয়েছেন বৈঠকে যোগ দিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement