আমডাঙার জন্য শহরে মিছিল কাল

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০১:২২
Share:

প্রতীকী ছবি।

আমডাঙার লড়াইকে ফের শহরে নিয়ে আসছে সিপিএম। দলের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির নেতা আহমেদ আলি খান আমডাঙা-কাণ্ডে ১১৪ দিন জেলে থাকার পরে মুক্তি পেয়েছেন জামিনে। সিপিএমের অভিযোগ, আহমেদ এবং আরও বেশ কিছু কর্মী-সমর্থককে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়েছে। আহমেদকে সঙ্গে নিয়ে কাল, মঙ্গলবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে সিপিএম। ওয়াই চ্যানেলে সমাবেশে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, গৌতম দেবদের পাশাপাশিই থাকার কথা প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীবী বিকাশ ভট্টাচার্যদের। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলার ভারপ্রাপ্ত সম্পাদক পলাশ দাসের বক্তব্য, আমডাঙায় স্বাভাবিক পরিস্থিতি ফেরানো, তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন করা এবং ‘মিথ্যা মামলা’ থেকে মুক্তির দাবিতে তাঁদের মিছিল ও সমাবেশ হবে। আমডাঙার ‘সন্ত্রস্ত’ গ্রামগুলিতে স্বাভাবিকতা ফেরানোর দাবি নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছেও যাবেন তাঁরা। উত্তর ২৪ পরগনার মধ্যে পঞ্চায়েত ভোটে আমডাঙায় তুলনায় ভাল ফল করেছিল সিপিএম। তার পরেই বেধেছিল সংঘর্ষ। সিপিএমের অভিযোগ, তাদের বোর্ড গঠনে বাধা দেওয়ার জন্য তৃণমূল দুষ্কৃতী ও পুলিশ দিয়ে সন্ত্রাস তৈরি করেছে। আর তৃণমূলের পাল্টা অভিযোগ, হামলা করেছে সিপিএমই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement