CPM

নভেম্বরেই গ্রাম-যাত্রায় সিপিএম

আলিমুদ্দিন সূত্রের খবর, গ্রামভিত্তিক এই অভিযানের জন্য জেলাগুলিকে আগামী ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক সময়-সীমা বেঁধে দেওয়া হয়েছে সিপিএমের রাজ্য নেতৃত্বের তরফে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ০৭:৩৫
Share:

প্রতীকী ছবি।

দীপাবলি এবং উৎসবের মরসুম শেষ হতেই গ্রামাঞ্চলে জনসংযোগের অভিযান শুরু করে দিচ্ছে সিপিএম। পঞ্চায়েত ভোটের আগে সব গ্রাম পঞ্চায়েত এলাকাকে ছুঁয়ে পদযাত্রা, জমায়েত, সভার মতো কর্মসূচি চালাবে তারা। কেন্দ্রীয় কোনও বড় কর্মসূচির বদলে আপাতত বিকেন্দ্রীভূত পথেই চলার সিদ্ধান্ত নিয়েছে তারা। আলিমুদ্দিন সূত্রের খবর, গ্রামভিত্তিক এই অভিযানের জন্য জেলাগুলিকে আগামী ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক সময়-সীমা বেঁধে দেওয়া হয়েছে সিপিএমের রাজ্য নেতৃত্বের তরফে। কৃষক সভা বা সিটুর মতো গণ-সংগঠনের পাশাপাশি দলের স্থানীয় স্তরকে নিয়েই সম্মিলিত ভাবে এই কর্মসূচি চলবে। তার আগে ২৯ থেকে ৩১ অক্টোবর রয়েছে দিল্লিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক। ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ বর্ষপূর্তির অনুষ্ঠানে দু’দিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘোষণা করেছিলেন, রাজ্যের গ্রামাঞ্চলের প্রতি বর্গমিটার এলাকায় নভেম্বরেই লাল ঝান্ডা নিয়ে পৌঁছনো তাঁদের লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement